২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক এমপি লতিফ সেনা হেফাজতে

সেনাবাহিনী চট্টগ্রামের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আটক করে হেফাজতে নিয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

টানা চারবারের সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম-১১ আসনের। আটকের সময় তিনি মাদারবাড়ি এলাকার এক বাসায় ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র।

সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এম এ লতিফ মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে করে শুক্রবার তিনি মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে আত্মীয়ের বাসায় ফেরার পথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সামনে পড়েন। এসময় বিএনপির নেতাকর্মীরা হট্টগোল করেন।

এরপর এম এ লতিফ তার আত্মীয়ের বাসায় গেলে সেখানে লোকজন ইটপাটকেল ছুড়ে হামলার চেষ্টা চালান। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম গিয়ে ওই বাড়ি থেকে এম এ লতিফকে আটক করে হেফাজতে নেয়।

এম এ লতিফ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সাবেক সভাপতি তিনি। ওই চেম্বারের বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন তারই ছেলে ওমর হাজ্জাজ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আ.লীগের ৬ নেতাকর্মী চিন্ময়ের মুক্তি দাবিতে মিছিল থেকে আটক

পুলিশ চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে । মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে

শান্তিনগর থেকে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেফতার

রাজধানীর শাহবাগে ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে লক্ষাধিক

নিজ বাড়িতে ফিরতে চাই: তুরিন আফরোজের মা

ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি দখল ও সন্ত্রাসী ভাড়া করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলে তার মা শামসুন্নাহার তসলিম নিজের নাগরিক অধিকার এবং বাড়ি ফিরে পাওয়ার

দুই কলেজের সংঘর্ষে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রণক্ষেত্র

কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে । এ ঘটনার পর মোল্লা

Scroll to Top