২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগের করে দেশ থেকে পালিয়েছেন। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন এমপি-মন্ত্রীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একই চিত্র। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রয়েছেন আত্মগোপনে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি বিসিবি প্রধানকে। তাই সবার মনে এখন প্রশ্ন পাপন কোথায়? ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেটইনফো এক সূত্রের মাধ্যমে জানিয়েছে, আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশত্যাগ করেছেন বিসিবি সভাপতি। তবে আরও একটি সূত্র বলছে দেশেই রয়েছেন পাপন। কিশোরগঞ্জে তার পৈতৃক বাড়ি ভাঙচুর করা হলেও সেখানে ছিলেন না তিনি।

পাপনের জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের দায়িত্বে এখন পর্যন্ত তিনিই থাকছেন। কেননা বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত তিনিই থাকছেন বিসিবি প্রধান। ক্ষমতার পালাবদলে তাকে সরানোরও কোনো সুযোগ থাকছে না। বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। অতীতে সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পিএসএলে ঝলক দেখালেন রিশাদ, গড়লেন তিন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: বিগ ব্যাশে এনওসি জটিলতায় খেলা হয়নি, তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। প্রথম

‘আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম’ : হতাশ লিটন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে ম্যাচে নামার আগেই ইনজুরির কারণে শেষ হয়ে যায় তার

অভিষেকের আগেই চোটে ছিটকে গেলেন লিটন দাস, শেষ পিএসএল মিশন

নিজস্ব প্রতিবেদক: এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। তবে সেই স্বপ্নভঙ্গ

কোপা লিবার্তোদোরেস ম্যাচে সংঘর্ষে নিহত ২, বাতিল হলো খেলা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন কেবল খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা ও জীবনের অংশ। তবে সেই আবেগ কখনো কখনো ভয়াবহ রূপও নিতে পারে। তেমনই

Scroll to Top