নতুন প্রজন্মের উচিৎ ইতিহাসকে ভালোভাবে জানা, যাচাই করা – পর্যালোচনা করা। অতীতকে বিশ্লেষন করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। ঝোঁকের মাথায়, আবেগের বশবর্তী কিংবা জিঘাংসা অথবা ক্ষমতার লোভে পড়ে না যাই । সমস্ত জাতীকে আজ অভিশাপমুক্ত করার মহান দায়িত্ব এই ছাত্রসমাজ এর উপর বর্তিয়েছে। তাদের হাত ধরেই স্বাধীনতার ৫২ বছর পর আবার স্বাধীনতার স্বাধ পেয়েছে এই নিপীড়িত, শোষিত, সুবিধাবঞ্ছিত বাংলাদেশের অধিকাংশ মানুষ। কঙ্কালসার এই জাতী আবারও সপ্ন দেখতে সাহস করছে যাদের অতীত শুধুই শোষন – নিপীড়নের।
রাজপথে সাহসীকতার সাথে আন্দোলন আর রাজ দায়িত্ব এক না। ৭১ এর পূর্ব এবং পশ্চাদ অভিজ্ঞতা থেকে অনেক কিছুর শিখবার আছে – নেতৃত্ব, ক্ষমতা ও পরিনতী। ক্ষমতার মোহ, ভোগ বিলাস বড়ই বিভ্রান্তিকর। দেশপ্রেমের চেতনাবোধ নিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে
এগিয়ে যেতে হবে। আবাল বৃদ্ধা বনীতা সবাই একই সূতায় গাঁথা । সুধীজনের সহযোগিতা ও সন্মান হওয়া উচিৎ পরস্পর পরিপূরক।
বাংগালী থেকে বাংলাদেশী, এই জাতী ব্রিটিশ থেকে আজ অব্দি বিদগ্ধ – কেউ ভূলে না যাই।
হাসান মাহামুদ সুমন
সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার বাংলাদেশ