দক্ষিণ এশিয়ার বাজারে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক প্রবেশের পথে আরও একধাপ এগিয়েছে। স্টারলিংককে শ্রীলঙ্কা সরকার দেশটিতে সেবা পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সেবা চালু হওয়ার পথ প্রশস্ত হলো।
শ্রীলঙ্কার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (টিআরসিএসএল) স্টারলিংক লঙ্কা (প্রা.) লিমিটেডকে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা প্রদানের জন্য টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী লাইসেন্স প্রদান করেছে। স্টারলিংক এই লাইসেন্সের মাধ্যমে আগামী ১২ আগস্ট ২০২৪ থেকে সমগ্র শ্রীলঙ্কায় তাদের সেবা চালু করতে পারবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে স্টারলিংক শ্রীলঙ্কার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিল। এরপর গত মাসে ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্রীলঙ্কার পার্লামেন্ট টেলিযোগাযোগ আইন সংশোধন করে একটি নতুন বিল পাস করে, যা স্টারলিংকের জন্য দেশটিতে কার্যক্রম শুরুর পথ সুগম করে।
ইন্টারনেট সেবা নিয়ে শ্রীলঙ্কার পাশাপাশি মাস্ক স্টারলিংক দক্ষিণ এশীয় বাজারে প্রবেশের সুযোগ খুঁজছেন, বিশেষ করে ভারতে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেওয়া হয়নি।
এছাড়াও বাংলাদেশেও স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু নিয়ে গত বছরের জুলাই মাসে কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে বৈঠক করেছেন।