বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বিগত সরকারের সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের। যদিও গতকাল একটি ভিডিওবার্তা দিয়েছেন সুমন। করেছেন আত্নপক্ষ সমর্থন। তবে তিনি কোথায় আছেন জানাননি।
এ অবস্থায় গণমাধ্যমকে ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।
পিয়া জান্নাতুল বলেন, আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।
তিনি আরও বলেন, কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।
এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।