গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরত কাটাতে হঠাৎ করে ডাকা হয়েছে বোর্ড সভা। সাধারণত, মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের দোতলায় অফিস কক্ষে বোর্ড সভা হয়। তবে আজ বুধবার সকালে বিসিবি পরিচালকদের জরুরি সভা হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। নাজমুল হাসান পাপনের এই সভাতেই নিজের পদত্যাগের কথা জানানোর কথা।
কিন্তু কেন বোর্ড কার্যালয় ছেড়ে মন্ত্রণালয়ে বোর্ড সভা, তা নিয়ে ক্রিকেট অনুরাগীদের রাজ্যের কৌতুহল ছিল। কেউ কেউ এর মধ্যে ভিন্ন গন্ধও খোঁজার চেষ্টা করেছিলেন।
অবশেষে জানা গেল, বিসিবির ইচ্ছাতেই এ সভা ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত ১২ টার পরে বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবিই ক্রীড়া মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বুধবারের বোর্ড সভাটি মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজনের জন্য। নিরাপত্তার কথা ভেবেই এমন অনুরোধ করা হয়।
উল্লেখ্য, বিসিবির অনেক পরিচালকই আওয়ামী লীগ সরকারের পতনের পর লোক চক্ষুর অন্তরালে। কেউ কেউ দেশের বাইরেও চলে গেছেন।
ধারণা করা হচ্ছে, তারা যাতে নির্বিঘ্নে বোর্ড সভায় অংশ নিতে পারেন, তাই আজকের নির্ধারিত সভা শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির কনফারেন্স হলের পরিবর্তে মন্ত্রণালয়ের কনফারেন্স হলে আয়োজন করাকেই নিরাপদ ও শ্রেয় মনে করেছে বিসিবি।
এদিকে আজকের এই সভায় গণমাধ্যমের উপস্থিতির ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবি থেকে জানানো হয়েছে যে, মিটিংয়ের কোনো লাইভ (সরাসরি সম্প্রচার) করা যাবে না। মিটিং চলাকালীন কোনো ছবি তোলা, ফুটেজও নেওয়া যাবে না। এমনকি মিটিং শেষে কোনো আনুষ্ঠানিক সংবাদ সন্মেলনও অনুষ্ঠিত হবে না। বিসিবি থেকে এগুলো সরবরাহ করা হবে গণমাধ্যমে।