৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহেই ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসাবে তাদের গ্রেফতার করা হয়েছে। গত ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৭ হাজার ৬১৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ২২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ২১৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৭৮ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ৮৮৩ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৪১ শতাংশ, ইথিওপিয়ান ৫৮ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।

এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৬৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহণ এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ এবং এক হাজার ৭১ জন নারী। গ্রেফতার প্রবাসীদের মধ্যে ৫ হাজার ৯২৬ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ২ হাজার ৭০ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেফতারদের মধ্যে ১৩ হাজার ৯৫২ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আজ রোববার ইতালির ভেনিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি: ঈদ মোবারক ঈদ মোবারক তাকবীর মুখরিত ইতালি ভেনিস শহর। আজ রবিবার ৩০ এপ্রিল ২০২৫ ইং ইতালি ভেনিসে পবিত্র ঈদুল

ভৈরব উপজেলা বিএনপি ভেনিস শাখা ইতালি আয়োজনে ইফতার ও দোয়া,আলোচনা সভা অনুষ্ঠিত

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি : ইতালিতে বসবাসরত ভৈরব উপজেলার বিএনপি ইতালি শাখার প্রবাসীদের আয়োজনে আলোচনা সভা , ইফতার ও দোয়ার আয়োজন করে ভেনিসে

ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধি : ভেনিসে মেস্ত্রে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ভেনিসের মেস্রে তে ঐতিহাসিক

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি: উত্তর ইতালি তে কর্মরত সাংবাদিকদের স্বনামধন্য সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার , দোয়া ও

Scroll to Top