মালয়েশিয়া সাজা শেষে ১৫৪ জন অভিবাসীকে নিজ দেশে পাঠিয়েছে। এর মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছেন।
২৫ আগস্ট রাজ্যের অভিবাসন বিভাগের ফেসবুকে একটি পোস্টে বলেছে, পেকান নেনাস বন্দিশিবির থেকে সরাসরি এই সকল আটকদের কেএলআইএ টার্মিনাল ১, সুলতান ইস্কান্দার বিল্ডিং (বিএসআই) এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে, ৮২ জন মিয়ানমারের বন্দি, ৫০ ইন্দোনেশিয়া, ২০ বাংলাদেশ এবং দুইজন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ১৫৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধানের পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত। যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
এর আগে গত সপ্তাহে একই বন্দিশিবির পেকান নেনাস থেকে ৩৭ বাংলাদেশিসহ ৬৮ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।