১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিশুরাও কিডনির জটিল অসুখে ভুগতে পারে

ছোটদেরও যে কিডনির সমস্যা হতে পারে, তা ধারণা না থাকায় কিছু উপসর্গ দেখা দিলেও তা অভিভাবকরা এড়িয়ে যান। ফলে পরবর্তী সময় সমস্যা বড় হয়ে দেখা দেয়। কিডনির রোগে ভুগতে পারে শিশুরাও। কিডনিতে কোনো সমস্যা হলে তা ধরা পড়ে অনেক দেরিতে। একটু সচেতনতা ও যত্ন নিলেই কিডনির রোগব্যাধি দূর করা সম্ভব। যেসব লক্ষণ দেখলে আপরি চিকিৎসকের কাছে যাবেন, তা তুলে ধরা হলো।

১. ঘন ঘন প্রস্রাবের বেগ

২. প্রস্রাবের জায়গায় সংক্রমণ

৩. ছয় বছরের বেশি বয়সেও বিছানায় প্রস্রাব করে ফেলা

৪. তলপেটে ব্যথা। ঘন ঘন বমি এবং কোমরে ব্যথা

৫. পেট ফুলে যাওয়া, খিদে কম এবং প্রচণ্ড দুর্বলতা

৬. উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেবে শিশুদের কিডনিতে সমস্যা হতে পারে বিভিন্ন কারণে। ডায়াপার থেকে প্রস্রাবের জায়গায় সংক্রমণের ঝুঁকি থাকে। অনেক সময়ে ছোটরা প্রস্রাব চেপে থাকে। দিনের পর দিন এমন হলে মূত্রথলিতে চাপ পড়ে। তার থেকে কিডনির সমস্যা দেখা দিতে পারে। মেয়েদের প্রস্রাবের জায়গায় সংক্রমণ বেশি হয়। যদি বারবার মূত্রনালির সংক্রমণ হয়, তার থেকেও কিডনির রোগ হতে পারে।

চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুদের পর্যাপ্ত জল খাওয়াতে হবে। জলের অভাব হলে কিডনিতে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। শিশু যাতে প্রস্রাব চেপে না রাখে সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। স্কুলে যাচ্ছে যে শিশুরা, তাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি। তেমন হলে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে কথা বলতে হবে। রক্তে শর্করার পরিমাণ কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। এর জন্য শিশুর খাওয়াদাওয়ায় নজর দিন। বাইরের খাবার, ভাজাভুজি বন্ধ করতে হবে। ঘরে তৈরি হালকা খাবারই খাওয়াতে হবে শিশুকে। পাশাপাশি নিয়ম করে শরীরচর্চা করাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো রকম অ্যান্টিবায়োটিক বা ওষুধ শিশুকে খাওয়ানো যাবে না।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ডাক্তার মাত্র ২ জন

মোহাম্মদ নয়ন তজুমউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ দৌলতখানে চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

গুরুদাসপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (১৫ মার্চ) শনিবার সকাল ৮ ঘটিকায় জাতীয় ভিটামিন

খোকসায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ সারাদেশের মতো কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলার ৯৭টি কেন্দ্র জুড়ে আজ

মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ড্রাইভার সংকটে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধঃ চরম দূর্ভোগ

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হাসপাতালে (মুন্সিগঞ্জ) ড্রাইভার সংকটের কারনে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মুমুর্ষ রোগীরা।জীবন বাচাতে অন্যত্র

Scroll to Top