প্রধান কোচ চাণ্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বর্তমানে দল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারতের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা করেছেন এই শ্রীলঙ্কান। পাকিস্তান সিরিজের মাধ্যমে টাইগাররা যে শক্তি ও সামর্থ্যের প্রদর্শন করেছে, সেটি ভারত সিরিজেও দেখার আশাবাদ ব্যক্ত করেছেন হাথুরুসিংহে।
গতকাল এসব বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। যেখানে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমসহ নতুন ও অভিজ্ঞদের কথা টেনেছেন। চাণ্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় এই সিরিজেও আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে। আমি সিরিজের ফলাফলের দিকে দৃষ্টি দিতে বলছি না। আমরা যেভাবে সেই সিরিজটি খেলেছি, যেভাবে আমরা নির্দিষ্ট পরিস্থিতি সামলেছি, সেটি নিয়ে কথা বলছি। আমরা উত্তয় টেস্টেই পেছনে ছিলাম এবং তারপরে যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, সেটিই আমাদের শক্তি হিসেবে থাকবে। আশা করি, এই সিরিজেও আমরা এমনটি দেখাতে পারব। নতুন খেলোয়াড়রা যেভাবে পারফরম্যান্স করছে তারই ফল বাংলাদেশ পেয়েছে। এতে দলের মধ্যে অনেক ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। অভিজ্ঞরাও সেখানে তাল মিলিয়ে চলছে।’
সাকিবের বিষয়ে কোচ বলেছেন, ‘সাকিব বাংলাদেশ ক্রিকেটে সবসময়ই একটি বিশাল ভূমিকা পালন করেছে এবং ভালো খেলছে। আমি স্পষ্টতই বলতে চাচ্ছি যে, তিনি আমাদের এমন সুবিধা করে দেন যেখানে দলের মধ্যে ভারসাম্য তৈরি হয়। তার অলরাউন্ডিং ক্ষমতার কারণে অতিরিক্ত বোলার বা অতিরিক্ত ব্যাটার নিয়ে আমাদের ভাবতে হয় না। তিনি সম্ভবত দীর্ঘদিন ধরে খেলা আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে একজন, যিনি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এবং অসংখ্য ম্যাচ খেলে আসছেন। এখনো তিনি দারুণ ফর্মে রয়েছেন। তিনি দলে অনেক কিছু নিয়ে এসেছেন, কেবল দক্ষতা দিয়েই নয়, আরো অনেক কিছু দিয়েও।’
এছাড়া আরেক অলরাউন্ডার মিরাজকে নিয়ে বলেছেন, ‘আমি বলব তিনি গত পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে উন্নত ক্রিকেটার হয়ে উঠবেন। সাকিব যখনই বাইরে চলে যাবেন তখন সেই জায়গা নিতে মিরাজ প্রস্তুত। আমি মনে করি, সে তার ব্যাটিংকে উন্নত করেছে এবং স্পষ্টতই তার বোলিং সবসময়ই ভালো। আমি মনে করি, সে তার ব্যাটিংয়ে উন্নতি করেছে এবং মাঠেও সে একজন দুর্দান্ত ফিল্ডার।’
তিনি বলেছেন, ‘এটিই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ভালো দল যা আমার আগে এবং এবারের সময়ের মধ্যে সেরা। আমরা কয়েকটি ভালো ব্যাচ পেয়েছি। আমাদের কাছে ভালো ফাস্ট বোলার আছে। আবার আমরা সত্যিই অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি সঙ্গে ব্যাটিংও। দুটি কারণে আমরা এখন কিছুটা এগিয়ে। একটি হলো আমাদের দুই স্পিনার সাকিব ও মেহেদী সত্যিকারের ব্যাটার যারা টেস্ট সেঞ্চুরি পেয়েছে। দ্বিতীয়টি হলো আমাদের দুই উইকেটরক্ষক লিটন দাস এবং মুশফিক আমাদের প্রধান ব্যাটার। তাই এই সিরিজে আমাদের দলের ভারসাম্য সত্যিই ভালো। এটি আসলে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেয় এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের বার্তা দেয়।’