৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রেমিট্যান্সযোদ্ধা আবু বকর ৩১ বছর পর দেশে ফিরছেন

প্রবাস জীবনের দীর্ঘ সময়ে রেমিট্যান্সযোদ্ধা আবু বকর  একবারের জন্যও দেশে যাননি। বছরের ৩৬৫ দিনের মধ্যে একদিনের জন্যও কাজ থেকে ছুটি নেননি। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের একটি মলের পরিচ্ছন্নতা কর্মী তিনি। ৩১ বছর পর দেশে ফিরছেন এই যোদ্ধা।

প্রবীণ আবু বকর জানিয়েছেন, বর্তমানে তার মেয়েদের একজন বাংলাদেশের বিচারক, এক সন্তান প্রকৌশলী এবং অন্যজন চিকিৎসক। সন্তানদের এই সফলতার জন্য যেন প্রবাসে নিজেকে উৎসর্গ করেছেন। তার এই উৎসর্গের প্রতিদান দিয়েছেন সন্তানেরা, এটি তার বড় সান্ত্বনা। তিনি সন্তানদের প্রতি কৃতজ্ঞ।

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল তাকে পুরস্কৃত করে এবং তিনি সাক্ষাতকারে কথা বলছিলেন। নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করে আবু বকর তার উপার্জনের একটি বড় অংশ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘আমি মালয়েশিয়ায় অসার আগে শুনেছি এখানে প্রচুর কাজ। এমন কোনো কাজও যদি থাকে যা কেউ করতে চায় না, তা আমি করবো। আমি একবারের জন্যও অসুস্থতার ছুটি নেইনি, ইনশাআল্লাহ আমি এখনও শক্তিশালী।’

হিউম্যানস অব কুয়ালালামপুরের ইনস্টাগ্রাম পেজে কথা বলতে গিয়ে আবু বকর বলেছেন, তিনি ৩১ বছর আগে তার জন্মভূমি বাংলাদেশ ছেড়েছিলেন যখন তার পঞ্চম সন্তানের বয়স ছিল মাত্র ছয় মাস। তারপর আর দেশে যাওয়া হয়নি। আমার পরিবারকে মিস করি এবং তারাও আমাকে মিস করে। তবে আমার এই ত্যাগ তাদের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য।

এই রেমিট্যান্সযোদ্ধা বলেন, আমার প্রয়োজন খুবই সামান্য। উপার্জনের বেশিরভাগ অংশই পরিবারের জন্য পাঠিয়ে দিই। সকালের নাস্তা করে কাজ করতে চলে যাই, আবার ফিরে আসি। পরিবারের সঙ্গে প্রতিদিনি ফোনে কথা হয়। সুযোগ পেলে বিশ্রাম নেন।

পরের দিন আবার একইভাবে দিন চলে যায় এই প্রবাসীর। দেশে ফিরে যাওয়ার প্রবল আগ্রহ দেখিয়ে, এ বছরের ডিসেম্বর মাসে ফিরে যাওয়ার কথা বলেছেন তিনি। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে দুই নাতিকেও প্রথম দেখবেন।

পোস্টটি নেটিজেনদের কাছ থেকে শুভকামনা অর্জন করেছে এবং কেউ কেউ ‌‘চাচা’র নিরাপদ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আজ রোববার ইতালির ভেনিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি: ঈদ মোবারক ঈদ মোবারক তাকবীর মুখরিত ইতালি ভেনিস শহর। আজ রবিবার ৩০ এপ্রিল ২০২৫ ইং ইতালি ভেনিসে পবিত্র ঈদুল

ভৈরব উপজেলা বিএনপি ভেনিস শাখা ইতালি আয়োজনে ইফতার ও দোয়া,আলোচনা সভা অনুষ্ঠিত

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি : ইতালিতে বসবাসরত ভৈরব উপজেলার বিএনপি ইতালি শাখার প্রবাসীদের আয়োজনে আলোচনা সভা , ইফতার ও দোয়ার আয়োজন করে ভেনিসে

ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধি : ভেনিসে মেস্ত্রে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ভেনিসের মেস্রে তে ঐতিহাসিক

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি: উত্তর ইতালি তে কর্মরত সাংবাদিকদের স্বনামধন্য সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার , দোয়া ও

Scroll to Top