২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারত বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে

কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন আগেই হুমকি দিয়ে রেখেছিল। শুধু কানপুর টেস্ট নয়, গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়ে ম্যাচের দিন বনধের (হরতাল) ডাক দিয়েছে সংগঠনটি।

দ্বিতীয় টেস্ট খেলতে ইতোমধ্যে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দল। এমন অবস্থায় টাইগারদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে। টাইগারদের তিন স্তরের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র। নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ ফোর্স।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে হরিশ চন্দ্র বলেন, ‘হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি–টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্য নিচ্ছি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো ফাঁক না রাখতে আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।’

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি–টোয়েন্টি ম্যাচের দিন বনধের ডাক আগেই দিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনটির সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন ‘গোয়ালিয়র বনধের’ ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই ‘বনধের’ আওতামুক্ত থাকবে।

হিন্দু মহাসভার দাবি, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদে তারা কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হতে দিতে চায় না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের

পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়া সত্বেও ভারতের সাফ কথা, তারা পাকিস্তান যাবে না। শুধু নিজেরাই নয়, অন্য দলগুলোও যাতে পাকিস্তানে খেলতে না যায়

হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা নিয়ে মুখ খুললেন নাসুম

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে সাবেক হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে স্পিনার নাসুম আহমেদের। অভিযোগ ওঠে, কোচ সেসময় নাসুমকে শারীরিকভাবে

প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে মেসির আর্জেন্টিনা

প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা । এই প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে

দাবাড়ু জিয়ার মৃত্যুর পর পরিবারের সংকটে তামিমের অর্থসহায়তা

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বেশ কিছু দিন আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও

Scroll to Top