২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সেন্টমার্টিন যাওয়ার রেজিস্ট্রেশন ও ফি’র বিষয়ে সর্বশেষ যা জানা গেল

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের জানিয়েছেন, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবু তাহের বলেন, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে । এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণে

ঢাকায় বাচ্চাদের নিয়ে ঘুরাঘুরি করার মতো আকর্ষণীয় জায়গা

বাচ্চাদের জন্য সুন্দর স্মৃতি এবং আনন্দময় অভিজ্ঞতা তৈরি করা প্রতিটি বাবা-মায়ের লক্ষ্য। ঢাকার মতো ব্যস্ত শহরে বাচ্চাদের জন্য উপযুক্ত এবং মনোরম জায়গা খুঁজে পাওয়া যদিও

সাজেক-খাগড়াছড়ি পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো

খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে। এর আগে গেল ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি

বাংলাদেশ থেকে এক ভিসাতেই ২৬টি দেশ ভ্রমণের সুযোগ

বাংলাদেশ থেকে এক সেনজেন ভিসা নিয়ে ইউরোপের ২৬টি দেশ ভ্রমণের সুযোগ সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। সেনজেন ভিসা মূলত ইউরোপীয় ইউনিয়নের একটি ভিসা ব্যবস্থা,

Scroll to Top