জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আজ শুক্রবার জুমার নামাজের আগে নিরাপত্তা জোরদার করা হয়। মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে প্রবেশ করানো হচ্ছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এমন চিত্র দেখা গেছে।
খিলগাঁও জোনের সহকারী কমিশনার (পেট্রোল) কাজী ওয়াজেদ বলেন, আজকে নির্দ্রিষ্ট কোনো প্রোগ্রাম নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। এছাড়াও ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো বিক্ষোভ মিছিলের সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জুমার নামাজ পড়িয়ে আসছিলেন। কিন্তু রুহুল আমিন গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) হঠাৎ জুমার নামাজ পড়াতে গেলে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মসজিদের মধ্যেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়ায় এবং ভাঙচুর করা হয় মসজিদ।
রোববার (২২ সেপ্টেম্বর) খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করা হয়।