৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’: ক্রীড়া উপদেষ্টা আসিফ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – সাবেক এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’ বলে মন্তব্য করেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।

তিনি আরও বলেন, তার পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।

সাকিবকেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় শিশুর চোখের আলো হারিয়ে যাচ্ছে যুদ্ধের হানায়

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের ২৫ তারিখে গাজার বেইত লাহিয়ায় সাত বছর বয়সী মোহাম্মদ হিজাজি খেলতে বের হয়েছিলেন। তবে সেইদিনের সকাল ছিল অন্যসব দিনের মতো না।

গাজার পূর্ণ দখলের পরিকল্পনায় ইসরাইল, নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গাজার পুরো ভূখণ্ড (৩৬৫ বর্গকিলোমিটার) দখলের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। পরিকল্পনায় গাজা

হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে আলোচনায় সাবেক হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সোমবার (স্থানীয় সময় দুপুর ২:২০) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিংস্টনে

Scroll to Top