৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা ক্যানসারে মারা গেলেন

বলিউডের বহুল পরিচিত কমেডিয়ান অভিনেতা অতুল পারচুর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেলেন । সোমবার (১৪ অক্টোবর) সকালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

এ অভিনেতা দুর্ধর্ষ কমিক টাইমিংয়ের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে জনপ্রিয় ছিলেন। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এ দেখা গিয়েছিল তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন এ মারাঠি অভিনেতা।

‘আর কে লক্ষ্মণ কি দুনিয়া’ এবং ‘জাগো মোহন প্যায়ারে’ খ্যাত অভিনেতা ক্যানসার সম্পর্কে আরও বলেছিলেন, আমার মনে হয় আপনি যখন অসুস্থ থাকেন, তখনেই বুঝতে পারেন মানুষ আপনাকে ঠিক কতটা ভালোবাসে। ছয় মাসে মানুষের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসা পেয়েছি, যা বলার মতো না এবং তাদের প্রতি কৃতজ্ঞ আমি।

অতুল পারচুরেকে কপিল শর্মা শোয়ে বছরের পর বছর ধরে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে দেখা গেছে। টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন এ কমেডিয়ান তারকা।

এছাড়া ‘যম হ্যায় হাম’, ‘বড়ি দূর সে আয়ে হ্যায়’-এর মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। তার অভিনীত চরিত্রগুলোয় সবসময় বাস্তবতার ছোঁয়া থাকতো। ফলে অল্পতেই চরিত্রে মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন।

‘খাট্টা মিঠা’, ‘অল দ্য বেস্ট’, ‘আওয়ারাপন’ ও ‘সালাম-ই-ইশক’র মতো অসংখ্য বলিউড সিনেমায় দেখা গেছে অভিনেতা অতুল পারচুচেকে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর তাকে গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ দাবি জানিয়েছে। জানা

ঋত্বিক আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, বিয়ের প্রশ্নই আসে না: কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডে নিজের পথচলা শুরুর পর থেকেই কখনও তুষার কাপুর, কখনও শাহিদ কাপুর—বিভিন্ন সহ–অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে কারিনা কাপুরের। তবে শাহিদ কাপুরের সঙ্গে

অভিনেত্রী শবনম ফারিয়া’র ফেসবুক পেজে অপ্রীতিকর মন্তব্যকারী যুবককের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সাজিদা ফাউন্ডেশন

মোঃ সাজেল রানা: বাংলাদেশি অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক পেজে অপ্রীতিকর মন্তব্যের শিকার হয়েছেন। ওই মন্তব্যটি করেছিলেন রাকিবুল ইসলাম নামক এক যুবক, যিনি

তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি

Scroll to Top