১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আবু সাঈদ বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘শহীদ আবু সাঈদ’ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । তিনি বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরিবারকে দেওয়া অর্থনৈতিক নিশ্চয়তার প্রতিশ্রুতি পূরণ হলেও ওই ব্যক্তিটিই আর নেই।

পরীক্ষায় আবু সাঈদের পরীক্ষার রোল নম্বর ছিল- ২০১২৫৬২৯৭। ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় শহীদ আবু সাঈদের ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেক নেটিজেন আবু সাঈদের সাফল্যকে গর্বের সঙ্গে স্বাগত জানিয়েছে, বলছেন এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। শিক্ষার্থীরা তাকে সাহসী যুবক হিসেবে মনে করে এবং তার আদর্শকে অনুসরণ করার সংকল্প প্রকাশ করেছে।

শিক্ষকদের মধ্যে অনেকেই এই সাফল্যকে সমগ্র শিক্ষাব্যবস্থার জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তার স্মৃতিকে সম্মানের সঙ্গে উদযাপন করছেন।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।

১৮ আগস্ট আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই রমজান আলী মহানগর তাজহাট আমলি আদালতে মামলা করেন। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী হামিদ গ্রেফতার

ছাত্র জনতার ওপর হামলায় সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর)

নাটোরে মদপানে মৃত স্বামীকে দেখতে গিয়ে মারধরের শিকার স্ত্রী

নাটোরের বড়াইগ্রামে মৃত স্বামীকে দেখতে গিয়ে এক নববধূসহ তার স্বজনরা মারধরের শিকার হয়েছেন । সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাগডোব গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী

ফরিদপুর-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের

Scroll to Top