ওপেনএআই সংস্থায় বিনিয়োগের আলোচনা থেকে হুট করেই পিছিয়ে যাওয়ার কথা ভাবছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, চ্যাটজিটিপি উন্মোচনের পর থেকেই ওপেনএআই নিয়ে প্রযুক্তি উদ্ভাবকরা রীতিমতো প্রতিযোগিতার আবহ তৈরি করেছে; চলছে বিনিয়োগ ভাবনা।
মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো সংস্থা উল্লিখিত খাতে বিনিয়োগে প্রাথমিক আগ্রহ প্রকাশ করে। কিন্তু কেউই চূড়ান্ত কোনো বার্তা জানায়নি।
অ্যাপল এআই উন্নয়ন সংস্থায় বিনিয়োগে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু ঠিক কী কারণে বিনিয়োগ থেকে পিছিয়ে চূড়ান্ত ঘোষণা জানায়নি অ্যাপল, তা এখনও সুস্পষ্ট নয়।
অন্যদিকে, মাইক্রোসফট এআই খাতে ১ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করেছে। আরও এক বিলিয়ন বিনিয়োগের আলোচনা চলছে, যা চূড়ান্ত হয়নি।
যদিও ওয়াল স্ট্রিট জার্নালকে অ্যাপল কর্তৃপক্ষ সরাসরি কোনো কথা জানায়নি। কিন্তু এখনই বিনিয়োগের বিষয়ে হ্যাঁ বা না কোনো মন্তব্য করেনি অ্যাপল। উল্টো দিকে ওপেনএআই নিজেও বিনিয়োগ বিষয়ে মন্তব্য করা থেকে ছিল বিরত।
খবরে প্রকাশ, ওপেনএআই খাতের বিশেষ উন্নয়নে ৬ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের কথা আলোচনায় উঠে আসে। কিন্তু অ্যাপল পিছিয়ে আসায় বিনিয়োগ সংখ্যায় ভাটা পড়ল।