১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি

পুনরায় নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগ চালুর নির্দেশ

আগামী বছর থেকে ২০১২ সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রমের আলোকে পুনরায় নবম ও দশম শ্রেণিতে চালু হচ্ছে বিভাগ বিভাজন৷ শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিতে পারবেন।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকবে না বলে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা) ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে শিখন কার্যক্রম শেষ করতে পারে।

এছাড়া ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগের মতো অর্থাৎ ২০২৩ সালের মতো শাখা বিভাজন হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নতুন শিক্ষাক্রমের পরিবর্তে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৬ অক্টোবর) সেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সিদ্ধান্তের আলোকে মাউশি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে

ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনে ববি উপাচার্যের বাসভবনে তালা

ববি প্রতিনিধিঃ আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বাসভবন ও কার্যালয়ের কলাপসিবল গেইটে তালা দিয়েছেন একদল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে

জুলাই-গণঅভ্যুথানে শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ২৪ এর জুলাই-গণঅভ্যুথানে শহীদ হওয়া শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র

হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ইবির সাধারণ শিক্ষার্থীদের

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বৈরাচার হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালনসহ আবাসিক তিনটি হলের নাম মুছে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Scroll to Top