১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আসিফ নজরুলকে ফোন করেছিলেন সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানকে রেখে দল ঘোষণার পর বুধবার থেকে দেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়া শুরু করে। বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। সেই সঙ্গে হয়েছে দেয়াল লিখনও। এছাড়াও বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

ছাত্র আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলছিলেন সাকিব।  ওই সময় দেশের অনেক ক্রিকেটার ‘সহিংসতা বন্ধ’ ও ‘শান্তির সপক্ষে’ পোস্ট দিলেও তিনি নিরব ছিলেন।  আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকেই।

এদিকে সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলায় স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে দল থেকে সাকিবকে বাদ দেওয়ার কথাও জানান।

বৃহস্পতিবার রাতে সাকিবের বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।  তিনি বলেন, সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন। আমি বলেছি উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটা আমার ব্যাপার না।

আইন উপদেষ্টা বলেন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট সাকিব তখন পোস্ট দিল সে কোথাও এনজয় করছে এমন। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?

তিনি বলেন, এ ছাড়া যে সমস্ত জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ…। আমার মনে হয়ে এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও (সাকিব) করেছে। মায়া লাগে কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায় সেটি একটুও অযৌক্তিক লাগে না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

যুদ্ধাবস্থায় আইপিএল স্থগিত, বিদেশি ক্রিকেটারদের ভারত ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নিরাপত্তার ঝুঁকির মুখে এমন সিদ্ধান্ত নিতে

বালিয়াকান্দিতে ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ৭ উইকেটে সোবহান স্মৃতি ক্রিকেট একাদশ চাম্পিয়ন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসমলামপুর ইউনওয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে শহীদ জিয়া

আজ রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদসহ পিএসএলের বিদেশি ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঝপথেই সরিয়ে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় শুক্রবার (৯ মে) রাতেই পাকিস্তান ত্যাগ

ভারতের ড্রোন হামলায় স্থগিত পিএসএল, দেশে ফিরতে চান রিশাদ-রানা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। দ্রুততম সময়ের

Scroll to Top