২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর উন্মুক্ত সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো:নাজমুল আহসান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলার তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শারীকখালি ইউনিয়নের, কচুপাত্রা বাজারে জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক, সামাজিক, এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত এখন নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে। সারাদেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে তারা।

বরগুনা জেলার শারিকখালি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা তানভির হোসাইন সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির বরগুনা জেলার সহকারী সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান আল মামুন, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা মহানগরী উত্তরের রুপনগর থানা জাময়াতে ইসলামীর আমীর মোঃ আবু হানিফ, মাওলানা মোঃ আব্দুল মান্নান- আমীর জাময়াতে ইসলামী তালতলী উপজেলা শাখা, মোঃ নাসির উদ্দিন-সাবেক বরগুনা জেলা সেক্রেটারী ইসলামী ছাত্র শিবির, আর ও উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আঃ জলিল-আমীর বরগুনা পৌরসভা, মোঃ রেজাউল করিম, মোঃ নুরুল্লাহ প্রমুখ।

সমাবেশে উপজেলার অনেক ওলামায়ে কেরাম অংশ নেন।

ঢাকা মহানগর উত্তরের রুপনগর থানার আমীর, মোঃ আবু হানিফ তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। ছাত্র জনতার ত্যাগের বিনিময় আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তাদের রক্তের মূল্য এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে অর্জিত হবে ইনশাআল্লাহ ।এতদিন আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড সবসময় অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ চালিয়ে যাবো। কেউ বাধা দিতে এলে তাদের এ দেশের জনগণ প্রতিরোধ করে দিবে।’ পরে সমাবেশ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে শেষ হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, জিয়াউর

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা গন সমাবেশে লোকে লোকারণ্য

খাগড়াছড়ি শাপলা চত্বরে সোমবার (১১ নভেম্বর) হাফেজ দেলোয়ার হোসাঈনের সভাপতিত্বে এবং মাও কাউসার আজিজীর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়!

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Scroll to Top