১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী গ্রেফতার

ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েছিলেন ।

পরে তাদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। তবে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় তারা সচিবালয়ের বাইরে যেতে পারেননি।

এরপর সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের মধ্যে দুটি প্রিজন ভ্যান প্রবেশ করে সেখানে আটক শিক্ষার্থীদের তোলা হয়।

বুধবার (২৩ অক্টোবর)  বিকেল ৩টার দিকে এইচএসসির ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। তারা এদিক-সেদিক ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে অনেককে আটক করে ফেলে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে

ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনে ববি উপাচার্যের বাসভবনে তালা

ববি প্রতিনিধিঃ আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বাসভবন ও কার্যালয়ের কলাপসিবল গেইটে তালা দিয়েছেন একদল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে

জুলাই-গণঅভ্যুথানে শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ২৪ এর জুলাই-গণঅভ্যুথানে শহীদ হওয়া শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র

হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ইবির সাধারণ শিক্ষার্থীদের

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বৈরাচার হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালনসহ আবাসিক তিনটি হলের নাম মুছে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Scroll to Top