৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ফ্যাসিবাদের সব অস্তিত্ব মুছে যাবে: মুশফিকুল ফজল

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সিনিয়র সচিব পদমর্যাদায় সদ্য নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, একটি সেরা সিদ্ধান্ত। নিষেধাজ্ঞার বিস্তৃতি ঘটবে সীমানা পেরিয়ে। ফ্যাসিবাদের সব অস্তিত্ব মুছে যাবে একে একে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এখন ছাত্রলীগ নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হলো।

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

সরকারের প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

এসব কারণ উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং এই আইনের তফসিল-২-এ এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিক্ষোভের নামে লুটপাট ‘ছোটলোকি’: আজহারি

নিজস্ব প্রতিবেদক: বিক্ষোভের নামে লুটপাটকে ‘নিতান্তই ছোটলোকি’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে

ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বাটার বিবৃতি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাটা ইসরায়েলি পণ্য এমন

গাজায় মানবতা বিপন্ন, তারকারাও জানালেন প্রতিবাদ

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ গাজা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। নিরীহ

ফেসবুক পেইজে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি শায়েখ আহমাদুল্লার খোলা চিঠি

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ২১/২/২০২৫ তারিখে শায়েখ আহমাদুল্লাহ,আস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় ইসলামিক স্কলার তার ফেসবুক পেইজে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি

Scroll to Top