১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে শেখ হাসিনার পরিবারসহ অন্যদের বরাদ্দ প্লট বাতিলে হাইকোর্টের রুল

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যের নামে বরাদ্দ করা ৬০ কাটা প্লট ও রাজউকের অন্যান্য প্রকল্পে বরাদ্দ করা প্লট কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের নামে রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলসহ রাজউকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন হাইকোর্ট।

গত ১০ সেপ্টেম্বর শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলসহ রাজউকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন এ রিট করেন। অন্য আইনজীবীরা হলেন- রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম রিগান, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান শাহীন এবং জিল্লুর রহমান।

রিটে এসব অবৈধ বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

টঙ্গীতে আপন ভাই-বোন জোড়া খুন: সন্দেহভাজন হিসেবে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:গাজীপুর মহানগরের টঙ্গীতে আপন ভাই-বোনকে নৃশংসভাবে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের মাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলাটি দায়ের করা হয় ১৯ এপ্রিল

কিশোরগঞ্জে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুরুতর আহত অধ্যাপকের নামে মামলা দায়ের 

শাহজাহান সাজু , কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাইছমা গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে ফখরুল ইসলামের বাথরুম থেকে মলমূত্র প্রতিবেশী আব্দুল কুদ্দুসের

জামায়াতের সম্মেলনে অংশ নিয়ে বিতর্কে আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল

এনসিপির সাধারণ সভা: বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন তীব্র করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয়

Scroll to Top