২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে আবদুর রবকে সহযোগিতার নির্দেশে পাঠানো চিঠিতে বিএনপির তৃণমূলে তীব্র ক্ষোভ

বিএনপির কেন্দ্র থেকে পাঠানো একটি চিঠি নিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে । এই চিঠিকে ঘিরে আসনটির অন্তর্গত দুটি উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

ওই চিঠিতে বিএনপির পক্ষ থেকে দলটির নেতা-কর্মীদের জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনে জনসংযোগ ও সাংগঠনিক কাজে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আলোচিত ওই চিঠিটির মাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা-কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ স ম আবদুর রব আবারও ধানের শীষের মনোনয়ন পেতে যাচ্ছেন বলে ফেসবুকে প্রচার চালাচ্ছেন। এ নিয়ে শুরু হয়েছে নানারকম তর্ক-বিতর্ক।

জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লেখা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিষয়টি জানানো হলো।

চিঠিটি ফেসবুকে আসার পর আ স ম আবদুর রবের ধানের শীষের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে মাঠপর্যায়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করে রেখেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। দলের নেতা-কর্মীদের ওপর মামলার ঘটনায় তিনিই পাশে দাঁড়াচ্ছেন। হঠাৎ কেন্দ্রের এ চিঠি দেখে নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ।

এ বিষয়ে জানতে আ স ম আবদুর রবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, স্বৈরাচার সরকার পতন আন্দোলনে, দুঃশাসনের বিরুদ্ধে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দল জেএসডি। এ দলের সভাপতি জাতীয় নেতা অ স ম আবদুর রব। দীর্ঘ যুগপৎ আন্দোলনে, রাজপথে, প্রতিবাদে, বিক্ষোভে, মিছিলে, অবরোধে, হরতালে ও সংগ্রামে রবের সক্রিয় ভূমিকা ছিল। রাজনীতি ও রাজনৈতিক শিষ্টাচার হিসেবে এই চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এটি নির্বাচনবিষয়ক কোনো চিঠি নয়। চিঠিতে নির্বাচনসংক্রান্ত কোনো শব্দ নেই। এখানে বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, রামগতি ও কমলনগরের ১০ হাজার নেতাকর্মী গায়েবি মামলার আসামি। তাদের সঙ্গে নিয়ে আমি রাজপথে আছি ও থাকব। আমার বিশ্বাস, দল এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে হাজার হাজার নেতাকর্মী আহত হন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, জিয়াউর

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা গন সমাবেশে লোকে লোকারণ্য

খাগড়াছড়ি শাপলা চত্বরে সোমবার (১১ নভেম্বর) হাফেজ দেলোয়ার হোসাঈনের সভাপতিত্বে এবং মাও কাউসার আজিজীর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়!

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Scroll to Top