৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলে প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে রোববার (৩ নভেম্বর) প্রথমবারের মতো মাইক ব্যবহার করে আজান দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন হলের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর এটি একটি নতুন উদ্যোগ। বঙ্গবন্ধু হলের মসজিদে মাইক লাগানোর পর এশার আজান প্রথমবারের মতো মাইকের মাধ্যমে প্রচারিত হয়।

বিগত ১৬ বছরে ছাত্রলীগের আধিপত্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাইকে আজান দেওয়ার সুযোগ ছিল না বলে হল সূত্রে জানা যায়।

আবাসিক হলের শিক্ষার্থী মেহেদী জানান, হলে বা কেন্দ্রীয় মসজিদে কেউ নামাজ আদায় করলে তাকে শিবির ট্যাগ দিয়ে নানা রকম হুমকি, নির্যাতন করা হতো। তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেতো না কেউ।

শাওন নামে আরেক শিক্ষার্থী বলেন, নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে স্বৈরাচারী সরকারের সময়। সেই সময় নামাজ আদায় করলে শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো। এখন হলের এই পরিবর্তনে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, এটি খুব প্রয়োজন ছিল এবং আমরা সবসময় ইতিবাচক কাজ করার চেষ্টা করবো। হলের পরিবেশ সুন্দর ও সাজানো গোছানো করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো

শীতকালে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কমে যাওয়ায় আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। কয়েকশ মিলিয়ন ডলারের বকেয়া নিয়ে মতবিরোধের মধ্যেই এমন

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন । সোমবার (২ ডিসেম্বর)

ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার

যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরামর্শ দিয়েছেন – ভারতের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা

পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে উপস্থিত ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বি‌ভিন্ন মিশনে দা‌য়িত্বরত বিদে‌শি কূটনী‌তিকদের ব্রিফ করেছেন । এতে অংশ নেন ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের

Scroll to Top