নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বাজারে প্রতিটি পণ্যের দাম লাগামহীন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে কাজ করার কথা বলেছেন । সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কোনো দল বা নিজের কোম্পানির প্রতিনিধিত্ব করছেন না মন্তব্য করে সেখ বশির উদ্দিন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না এখন। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
সেখ বশির উদ্দিন বলেন, মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের খরচ বাড়লেও সেই তুলনায় ক্রময়ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।
রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজনকে শপথ পড়ানো হয়। এর মধ্যে দুইজনকে দফতর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দফতর পুনর্বন্টন করা হয়েছে।
নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দফতর দেওয়া হয়নি।