২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষের আগ্রহ প্রকাশ করলেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশেষে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে কথা বললেন । রোববার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের দুয়ার সব সময় আদর্শিক কূটনীতির জন্য উন্মুক্ত। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মিত্রদের শক্তি প্রয়োগের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

জেলেনস্কি বলেন, একটি স্পষ্ট বোঝাপাড়া ছাড়া কূটনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। শুধু অস্ত্র দিয়ে কাজ হবে না। এজন্য শক্তি প্রয়োগ ও কূটনৈতিক তৎপরতা একসঙ্গে চালিয়ে যেতে হবে।

জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাকেই দীর্ঘস্থায়ী সমাধানের পথ বলে অভিহিত করেছেন । এসময় তিনি ন্যায্যভাবে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটানোর আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা চেয়ে জেলেনস্কি বলেন, আদর্শিক কূটনীতির জন্য ইউক্রেনের দুয়ার সব সময় খোলা। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি অস্ত্র সরবরাহেরও আহ্বান জানান জেলেনস্কি।

মাত্র পাঁচ দিন আগে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদল ঘটেছে। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন । এর আগে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে উজাড় করে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছেন। এখন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে কী সিদ্ধান্ত নেবেন তার ওপরে ইউক্রেন তো বটেই, পুরো বিশ্বই তাকিয়ে রয়েছে।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন । এসময় ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগ

যুক্তরাষ্ট্রে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে ঘুস-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, তিনি ২৫ কোটি

ইউক্রেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে

ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে হামলা চালিয়েছে । রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে

হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি

লেবানন ও হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে কিছু মন্তব্যসহ সম্মতি দিয়েছে । সোমবার (১৮ নভেম্বর) দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে ।প্রায় তিন বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র

Scroll to Top