১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দাবাড়ু জিয়ার মৃত্যুর পর পরিবারের সংকটে তামিমের অর্থসহায়তা

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বেশ কিছু দিন আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য অথৈ সাগরে পড়েছেন। এরই মধ্যে সহযোগিতায় এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দাবাড়ু জিয়ার পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছেন এ দেশসেরা ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

জিয়ার স্ত্রী লাবণ্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তামিম আমাকে বলল— যে কোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল— পড়াশোনা এবং খেলাটা ঠিকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।’

তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী বলেন, উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা ও খেলাটা একসঙ্গে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ, আমার খুবই ভালো লেগেছে।

তামিমের পাশাপাশি দেশের এই কৃতী দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন— একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে, সেটিতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে। এ জন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।

উল্লেখ্য, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল— তার ছেলে একদিন সুপার গ্র্যান্ডমাস্টার হবে। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।

 

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

অভিষেকের আগেই চোটে ছিটকে গেলেন লিটন দাস, শেষ পিএসএল মিশন

নিজস্ব প্রতিবেদক: এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। তবে সেই স্বপ্নভঙ্গ

কোপা লিবার্তোদোরেস ম্যাচে সংঘর্ষে নিহত ২, বাতিল হলো খেলা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন কেবল খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা ও জীবনের অংশ। তবে সেই আবেগ কখনো কখনো ভয়াবহ রূপও নিতে পারে। তেমনই

শিরোপা দৌড়ে হোঁচট লিভারপুল-বার্সার, জমে উঠছে ইংলিশ ও স্প্যানিশ লিগ

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড় জমে উঠেছে নাটকীয়তায়। রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে ফুলহামের কাছে ৩-২ গোলে হেরে পয়েন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাইয়ের স্বর্ণপদক অর্জন করলেন রাজবাড়ীর রুমি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ পেনচাক সিলাত অ্যাসোসিয়েশন এশিয়ান সাংস্কৃতিক উৎসব-২০২৫ এ অংশগ্রহণের জন্য ইউএস স্পোর্টস সিলাত অ্যাসোসিয়েশনের কাছ থেকে একটি আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ

Scroll to Top