বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বেশ কিছু দিন আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য অথৈ সাগরে পড়েছেন। এরই মধ্যে সহযোগিতায় এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দাবাড়ু জিয়ার পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছেন এ দেশসেরা ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
জিয়ার স্ত্রী লাবণ্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তামিম আমাকে বলল— যে কোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল— পড়াশোনা এবং খেলাটা ঠিকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।’
তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী বলেন, উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা ও খেলাটা একসঙ্গে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ, আমার খুবই ভালো লেগেছে।
তামিমের পাশাপাশি দেশের এই কৃতী দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন— একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে, সেটিতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে। এ জন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।
উল্লেখ্য, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল— তার ছেলে একদিন সুপার গ্র্যান্ডমাস্টার হবে। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।