২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৌদি আরবে বায়ু গ্যাসের বিষক্রিয়ায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে বাথরুমের বায়ু গ্যাসের বিষক্রিয়ায় রাসেল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) রিয়াদ ইশারা খালেদিয়া শহরের একটি ছাপাখানা ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই ও দুইবোনের তৃতীয় রাসেল। প্রবাসে থাকাকালীন মুঠোফোনে বিয়ে করেন একই এলাকার বাসিন্দা আনিকা বেগমকে। বছর খানেক আগে দেশে আসেন রাসেল। স্ত্রী আনিকাকে ৬ মাসের গর্ভবতী রেখে ৯ মাস আগে পাড়ি জমান।

পাঁচ মাস আগে তাবাচ্ছুম নামের একটি কন্যা সন্তানের বাবা হন তিনি। গত ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। পরে ওই ইদিন রাতেই প্রবাসে থাকা অন্য ভাইদের কাছ থেকে শুনতে পান বাথরুমের বায়ু গ্যাসের বিষক্রিয়ায় রাসেল মৃত্যুবরণ করেছে।

সৌদি প্রবাসী নিহতের স্বজন ফায়েজ উদ্দিন জানান, রাসেল আমার থেকে খানিকটা দূরে একটি ছাপাখানা ফ্যাক্টরিতে কাজ করে। যতটুকু জানতে পেরেছি ফ্যাক্টরির ভবনের চতুর্থ তলায় বাথরুম পরিষ্কার করতে গিয়ে কোল্ডডেক্স কেমিক্যাল ব্যবহার করা হয়। রাসেল দ্বিতীয় তলায় বাথরুমে গেলে কেমিক্যাল গ্যাস বাথরুমে ছড়িয়ে পড়ে। বায়ু গ্যাস বিষক্রিয়া তৈরি হলে রাসেল প্রথমে অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার ফ্যাক্টরির মালিক অজ্ঞান হয়ে পড়ে। পরে দুইজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোস্তু মিয়া বলেন, আমার চার ছেলেই সৌদি আরবে থাকে। রাসেল আমার তৃতীয় সন্তান। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় আমি শেষকথা বলি ছেলের সঙ্গে। আমাদের সাথে কথা বলে বাথরুমে যায় রাসেল। বাথরুমের গ্যাসে বিষক্রিয়া হয়ে আমার ছেলে মারা গেছে। তাকে বাঁচাতে গিয়ে তার মোদির মিশরীয় বাসিন্দা খলিল মিয়া নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি আমার ছেলের প্রতিষ্ঠানের ম্যানেজার ছিল। সৌদি আরবে নাকি বাথরুম পরিষ্কার করলে কেমিক্যাল ব্যবহার করে। সেই সাথে ভবনের সবাইকে আগে সতর্ক করা হয়। কিন্তু আমার ছেলেসহ কাউকেই ওইদিন সতর্ক করেনি পরিচ্ছন্নতাকর্মীরা।

এ সময় তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আমতলীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত!

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা ও পৌরসভার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায়

ঝালকাঠিতে শাহজাহান ওমরের গাড়িতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে গ্রেফতার

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এতে তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে

রামপুরায় সেনাবাহিনী দেখে রাস্তা থেকে পালিয়ে গেল রিকশাচালকরা

সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিয়েছেন । ফলে রামপুরা-মালিবাগ ও রামপুরা-বাড্ডা সড়কের দুই পাশ দিয়েই যানচলাচল শুরু হয়েছে।

আজ তারেক রহমানের ৬০তম জন্মদিন

আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন । তিনি ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন । তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক

Scroll to Top