২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষে ১০জন আহত

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গাজী শামিমুর রহমান।

তিনি জানান, বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে নিয়ে সংর্ঘষের সূত্রপাত এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওসি।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিট্যাকনিক ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আর কয়েকটি হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ। প্রায় দু’ঘন্টা শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলা সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুটেক্সের উসমানী হলের শিক্ষার্থী শাফিন বলেন, লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংর্ঘষের রূপ নেয়। পরে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদে রিকশা করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

যেভাবে আটক হলেন হাসনাত-সারজিসের গাড়িকে ট্রাকচাপা দেওয়া চালক ও হেলপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম চট্রগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন । এ

গাড়ি দুর্ঘটনার পর সারজিসের হুঙ্কার – ‘মারবা? পারবা না’

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে চট্টগ্রামে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার

এখন থেকে প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না। তবে ভেতরের সড়কগুলোতে পূর্বের মতো

Scroll to Top