২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আইপিএলে সাকিব-মুস্তাফিজের মতো দল পাননি যেসব তারকা

আইপিএল ২০২৫ আসর নিলামে দীর্ঘ দিন আইপিএলে সার্ভিস দেওয়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির একটিও।

দল পাওয়া ভারতীয় ১৮২ জন ক্রিকেটারের সহ বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৬২। তবে এ তালিকায় নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম।

শুধু সাকিব-মুস্তাফিজই নয়, ৫৭৭ জন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও এর বেশিরভাগই দল পাননি। যাদের মধ্যে অনেক তারকা ক্রিকেটার যেমন রয়েছে। তেমনি রয়েছে আইপিএল মাতানো বেশ কিছু ক্রিকেটারও। সেই সব ক্রিকেটারদের মধ্যে আলোচিত কয়েকজনের নাম জানা যাক। যারা দল পাননি এবারের আইপিএলে।

প্রথমবারের মতো নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে নেতৃত্ব দিয়ে শিরোপাজয়ী সাবেক এই অজি অধিনায়কের দল না পাওয়া নিঃসন্দেহে বড় চমক। তার মতোই দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে ১ কোটি ১০ লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবেনেশ্বর কুমারের মতো তারকার জন্যেও হয়েছে ব্যাপক লড়াই।

ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলের নিলামে বর্ষীয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

দল না পাওয়ার তালিকায় আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের

পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়া সত্বেও ভারতের সাফ কথা, তারা পাকিস্তান যাবে না। শুধু নিজেরাই নয়, অন্য দলগুলোও যাতে পাকিস্তানে খেলতে না যায়

হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা নিয়ে মুখ খুললেন নাসুম

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে সাবেক হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে স্পিনার নাসুম আহমেদের। অভিযোগ ওঠে, কোচ সেসময় নাসুমকে শারীরিকভাবে

প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে মেসির আর্জেন্টিনা

প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা । এই প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে

দাবাড়ু জিয়ার মৃত্যুর পর পরিবারের সংকটে তামিমের অর্থসহায়তা

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বেশ কিছু দিন আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও

Scroll to Top