৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা।

ইসরাইলের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।

মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরাইলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন।

লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরাইলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে, আমরা তাদের ওপর হামলা চালাব।’

ইসরাইল মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টা দিচ্ছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মানে হলো ইরানের হুমকি মোকাবিলায় এখন বেশি জোর দেওয়া যাবে।

ইসরাইলের মন্ত্রিসভায় লেবাননে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হওয়ার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের সময় গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় বক্তব্য দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহ নেতা নাইম কাসেম।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ।

এক বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে। ইসরাইল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসরাইলি হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় আরও ৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু

নীলফামারী রামসাগর দিনে দিনে ছুটি, বিনোদন ও পিকনিকের নিরাপদ স্পট হয়ে উঠেছে

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী রামসাগর ভ্রমণপিপাসুদের, ছুটির অবসর কাটানোর এবং পিকনিকের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠেছে। নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪.৫ কিলোমিটার

সম্মিলিত বন্ধু ফোরামের ঈদ ভ্রমণ ও পূর্ণমিলনী

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ “রাজনীতি যার যার, ঐক্য-বন্ধন-উন্নয়ন সবই হউক একতার” এই স্লোগানকে সামনে রেখে সিলেট বিভাগের আলোচিত সামাজিক সংগঠন সম্মিলিত বন্ধু ফোরাম সিলেটের উদ্যোগে

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই

Scroll to Top