স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ইসকন সমর্থকদের হামলা ও বিক্ষোভের পেছনে দেশ ও দেশের বাইরের ইন্ধন রয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ইসকনদের এসব কর্মকাণ্ডের পেছনে দেশের বাইরের ইন্ধন থাকতে পারে। এছাড়াও দেশের ভেতরে বিভিন্ন পার্টি আছে, তাদেরও ইন্ধন থাকতে পারে। এমনকি যাদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছে তাদেরও কিছুটা ইন্ধন থাকতে পারে। তবে কারও ইন্ধন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্ঠা বলেন, উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। একটা ফলপ্রসূ সমাধান হয়েছে। ছাত্ররা আমাদেরই ভাই, ছেলে ও স্বজন। তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া যাবে না। তাদেরকে বোঝাতে হবে। তারা খুবই বুদ্ধিমান, এজন্য তারা আজ বুঝতে পেরেছে এবং নিজেরো নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করেছে।