২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাড়ি দুর্ঘটনার পর সারজিসের হুঙ্কার – ‘মারবা? পারবা না’

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে চট্টগ্রামে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে হুঙ্কার ছুঁড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সারজিস। নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মারবা? পারবা না।’

একইসঙ্গে নিজেদের আবরার ফাহাদ এবং সাইফুল ইসলাম আলিফের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে সারজিস যোগ করেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো–শহিদেরা মরে না।’

প্রসঙ্গত, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এরই মধ্যে সেই ট্রাকচালক মুজিবর রহমানকে (৪০) আটক করেছে।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার

এখন থেকে প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না। তবে ভেতরের সড়কগুলোতে পূর্বের মতো

আ.লীগের ৬ নেতাকর্মী চিন্ময়ের মুক্তি দাবিতে মিছিল থেকে আটক

পুলিশ চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে । মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে

শান্তিনগর থেকে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেফতার

রাজধানীর শাহবাগে ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে লক্ষাধিক

Scroll to Top