৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিপিএলের সূচি  হঠাৎ পরিবর্তন বিসিবির

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল মাঠে গড়াবে আজ সোমবার দুপুর দেড়টায়। এদিকে আসর শুরু হওয়ার আগেই সূচিতে বদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি বদলের ঘোষণা দেয় বিসিবি। দেশের ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বছরের শেষ দিন মঙ্গলবারের দুটি ম্যাচ শুরুর সময় দেড় ঘণ্টা সামনে এগিয়ে আনা হয়েছে।

বিসিবির পূর্ব ঘোষিত সূচি অনুসারে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। নতুন ঘোষণা অনুসারে আগামীকাল মঙ্গলবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায় ও দিনের শেষ ম্যাচ সাড়ে ৬টায় মাঠে গড়ানোর কথা থাকলেও সেটা শুরু হবে বিকেল ৫টায়।

জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ নেবেন।

জাতীয় নাগরিক কমিটির সহায়তায় ছাত্রদের এই আয়োজনের কারণে দিনে রাজধানীতে যানজট বেশি হতে পারে, এমন শঙ্কা থেকেই বিসিবির এই উদ্যোগ। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ‍্যে রাজধানীর সড়কগুলোতে যান চলাচলে বিধিনিষেধ থাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ডিএমপির সেসব নির্দেশনা মেনেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ সুবিধায় ৩১ ডিসেম্বরের (মঙ্গলবার) টিকিট সংগ্রহ করা যাবে। যেহেতু এদিন ব্যাংক বন্ধ থাকবে, তাই টিকিট বিলি করা হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে। অন্যান্য দিন সাধারণ নিয়মে মধুমতি ব্যাংকের ৭টি শাখায় টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার প্রথম ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে।

নাঈমুল ও তার পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা

শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক হিসাবে জমা হয়েছে মোট ৩৮৬ কোটি টাকা। এর মধ্যে ৩৭৯

রাজধানী ঢাকা ও সিলেট ভূমিকম্পে কাঁপলো

আজ শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকা ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে,

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ‘ডাকাতি’তে জড়িত কর্মকর্তারা

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতের আঁধারে আন্তর্জাতিক হ্যাকারদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে ৮ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ মার্কিন ডলার

Scroll to Top