৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৬ হিজরি

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে প্রভাব পড়বে ইইউর সব দেশে: রবার্ট ফিকো

বুধবার ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। যা ইউক্রেন আর নবায়ন করেনি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, এ ঘটনা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর জন্য গুরুতর প্রভাব ফেলবে।

বুধবার (১ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে নতুন বছরের বার্তায় তিনি এই সতর্ক করেন।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন হয়ে গ্যাস পরিবহণ বন্ধ হওয়ার প্রভাব শুধু রাশিয়ার ওপর নয়, ইইউ-র সকল সদস্য দেশের ওপরও পড়বে।’

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ গ্যাস পরিবহণ বন্ধ করা হয়েছে। জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো এটিকে একটি ‘ঐতিহাসিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের অনুমতি দেবে না। ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন প্রস্তুতির জন্য এক বছর সময় দিয়েছে ইউক্রেন।

এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা সচল রাখার পর্যাপ্ত ক্ষমতা তারা রাখে। ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়া এখনো কৃষ্ণ সাগরজুড়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক এবং সার্বিয়াতে গ্যাস পাঠাতে পারবে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

যে কোনো দিন পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন। তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের

ইসরাইলের বর্বর হামলায় গাজায় নিহত ৮৮

ইসরাইলের অব্যাহত বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় নিহতের মোট সংখ্যা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে।

৬ ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তেহরান

সৌদি আরবে  মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এ ঘটনায় তেহরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে মাসুদ

Scroll to Top