৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এ পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থি সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে। ২০১২ সালের পর পাকিস্তানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।

এরআগে বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করেন।

খবর পাকিস্তানের ইংরেজি দৈনিক মিনিট মিরর। তিনি বলেন, বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে তারা।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব।

সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মির ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ট্রাফিকে ১ হাজার ছাত্রকে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের মধ্য থেকে এক হাজার জনকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাঠানো

শেখ রেহানার ছেলে-মেয়ে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা ফলাফল (গাজায় শান্তি প্রতিষ্ঠা) না পাওয়া পর্যন্ত

ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসের সংকট চলছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় নগরবাসী চরম ভোগান্তিতে সময় পার করছেন। কিন্তু গত কয়েকদিন যাবত লাইনে

Scroll to Top