৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৬ হিজরি

ট্রাফিকে ১ হাজার ছাত্রকে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের মধ্য থেকে এক হাজার জনকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা এরইমধ্যে আলোচনা করেছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানে আহতদের মধ্যে প্রথমদিকে একশ জনকে নিয়োগ দেবো। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে।

একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় লোকবল সংকট এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো করায় এক হাজার জনকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে। তারা যেহেতু পড়াশোনার পাশাপাশি দায়িত্ব পালন করবে তাই তাদের সম্মানী দেওয়া হবে।

তিনি আরও বলেন, এরইমধ্যে চারশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

৪ দেশ নিয়ে ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর তীব্র প্রতিবাদ

মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরাইলের অংশ

থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ

ক্রসফায়ারে ২২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগে হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে মামলা দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির

তুরস্ক সামরিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী

তুরস্ক  সামরিক, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। এ বিষয়গুলো নিয়ে শিগগির দুদেশের সমন্বয়ে গঠিত জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) বৈঠক হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে

Scroll to Top