১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

বিপ্লবের পর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর পরে ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ বলছেন- আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি ও জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামের কথা আমরা শুনি; বাস্তবে দেখি নাই। এখন সবার আশা-আকাঙ্ক্ষা সবাই ইসলামের সুফলটা কী- এটা দেখতে চায়। যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শে জড়িয়ে না থাকে এইটাকে যদি পছন্দ না করে, তার মুসলমান দাবি করার কোনো অধিকারই নাই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য। বারবার আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদে বসেছে।

রবিবার বিকালে ভোলার বাংলাস্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে যে পরিবেশ তৈরি হয়েছে আমরা চাইতেছি ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কিনা। এজন্য আমরা চেষ্টা করতেছি। গত ৫ আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে নাই, দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল তখন আমরা দেশকে সুরক্ষার জন্য  হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদেরকে নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি। ১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত ও কোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি। কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। সেই হিসেবে আমরা সবাই আহবান করব- দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতায় এনে এর সুফলের অপেক্ষায় থাকি।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের উপরের নেতারা যেমন দুর্নীতিবাজ তেমন নিচের কর্মীরা হলো চাঁদাবাজ। যেমন নেতা তেমন কর্মী। আবার ওই রকম দল। আমরা যদি ভালো রাষ্ট্র ও ভালো রাজনীতি পেতে চাই এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ভালো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিতে হবে।

তিনি বলেন, বিগত ৫৩ বছর লুটপাট, দুর্নীতি-দুঃশাসন, জুলুম নির্যাতন ও বেইনসাফি হয়েছে। বিগত দিনে কোনো একটি সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। অনেক সরকার গেছে কেউই ভবিষ্যতে যাতে মানুষ ভালোভাবে ভোট দিতে পারে ও সুষ্ঠু নির্বাচন হতে পারে এমন একটি টেকসই নির্বাচন ব্যবস্থা করতে পারে নাই। ইচ্ছে করে নাই। কারণ যারা ক্ষমতায় ছিল তাদের ফন্দিফিকির ছিল তারা কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত করতে পারবে। জনগণকে তাদের ক্ষমতা থেকে উৎখাত করবে এই চিন্তা তাদের মধ্যে ছিল না। আওয়ামী লীগ তো মনে করেছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা প্রথমে বলেছিল- ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এর পর এক তরফা নির্বাচনের মাধ্যমে ২০৪০ সাল ও ২০৭১সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আজ কোথায় গেল তারা। আমি বলব- আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর মধ্যে ন্যূনতম দেশপ্রেম ও আত্মসম্মানবোধ আছে তারা তওবা করে এই দল ছাড়ুন। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের উস্কানিতে দেশকে অস্থিতিশীল করবেন এটা আর বাস্তবায়িত হবে না।

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সম্মেলনে আরও বক্তব্য দেন- ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাধারণ মানজুর নোমানসহ  ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহ-সভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে

লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা

লালমনিরহাটে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শাকিলকে অপহরণ চাঁদা আদায় না হওয়ায় নির্মমভাবে হত্যা

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ  ঢাকা, ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার): লালমনিরহাটে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শাকিলকে অপহরণ করে চাঁদা দাবি

জামালপুরে ৩২ বোতল বিদেশি মদসহ আটক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধিঃ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মিন্টু খান (৫৫) কে আটক করেছে জামালপুর সদর থানা

Scroll to Top