১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর বিএনপির কাউন্সিল জুনে হতে পারে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে  এখনই দলকে আরও সুসংগঠিত করতে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুন মাসে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল হতে পারে।

দলটির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের আশা, নেতৃত্বে তাদের জায়গা দেওয়া হবে। জাতীয় সম্মেলনে সশরীরে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

বিএনপি দলীয় সূত্র বলছে, এ বছর দলের সপ্তম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতাদের দুই মাসের মধ্যে ৮২টি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলাভিত্তিক আলাদা কমিটিও করছে তারা।

দলীয় গঠনতন্ত্র মোতাবেক তিন বছর পরপর বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা। তবে গত ৯ বছর সে রীতি রক্ষা করতে পারেনি দলটি। সাবেক আওয়ামী লীগ সরকারের নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা ও হয়রানির মুখে অনেকটাই নাজেহাল হয়ে পড়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি সামলে এখন জাতীয় কাউন্সিলের কথা ভাবছেন বিএনপির নেতারা।

তারা বলছেন, কাউন্সিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর কাউন্সিলের তারিখ নির্ধারণ হবে।

বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কমিটি দিয়েই এখনো চলছে বিএনপি। দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ায় মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক কমিটি। স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে এখনো প্রায় ১২০টি শূন্য পদ রয়েছে। তারেক রহমান দেশের বাইরে থেকে প্রতিনিয়ত দিকনির্দেশনা দিয়ে সক্রিয় রেখেছেন নেতাকর্মীদের। তিন বছর মেয়াদের কাউন্সিলে এবার তরুণদের কেউ কেউ নেতৃত্বে আসতে পারেন বলেও শোনা যাচ্ছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, চলতি বছরের মধ্যেই সপ্তম জাতীয় কাউন্সিল করার চিন্তা রয়েছে হাইকমান্ডের। এ লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

‘আমার কাছে মনে হয় আগামী জুনের মধ্যেই দলের সপ্তম কাউন্সিল হতে পারে।’ বলছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দলের কাউন্সিলের ব্যাপারে দলের নীতি-নির্ধারণী ফোরাম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হাটহাজারীতে পিতার বিকৃত লালসার শিকার ১০ বছরের মেয়ে, অভিযুক্ত কারাগারে

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে নিজের ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জয়নাল আবেদীন (৪০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি

নলছিটি পৌরসভা,প্রকল্পের অর্থ লুটপাটের সাথে গায়েব হয়ে গেছে ফাইলপত্রও

নাইম, লকাঠি প্রতিনিধিঃ ঢাকা মিউনিসিপালিটি প্রতিষ্ঠা করার পরপরই ১৮৬৫ সালের বৃটিশ শাসনামলে বানিজ্যিক গুরুত্বপূর্ণ নগরী হিসেবে দেশের দ্বিতীয় মিউনিসিপালিটি হিসেবে প্রতিষ্ঠা করা হয় নলছিটি মিউনিসিপালিটি

রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ আটকে পুলিশে দিয়েছে জনতা

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ আটকে পিটুনী দিয়ে মোঃ আনিছ মন্ডল (৩১) নামে এক সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে জনতা। সে রাজবাড়ী সদর

চট্টগ্রামে বাসের চাপায় ভাই-বোনসহ তিনজন নিহত

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দোহাজারী পৌর

Scroll to Top