১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

ইইউ’র ওপর অবশ্যই শুল্ক আরোপ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো, কানাডা, চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন । তিনি বলেছেন, ইইউর বিরুদ্ধে নতুন শুল্ক ‘অবশ্যই আরোপ হবে’ এবং তা শিগগির কার্যকর করা হবে। তবে যুক্তরাজ্যের বিষয়ে তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছেন তিনি।

রবিবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে এটি (শুল্ক আরোপ) অবশ্যই হবে, আমি আপনাদের তা বলতে পারি। আমি নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চাই না। তবে এটি শিগগির কার্যকর হবে।

এসময় তিনি ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দেন এবং ইউরোপকে আরও বেশি আমেরিকান গাড়ি ও কৃষিপণ্য আমদানির আহ্বান জানান।

পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি ইইউর

ট্রাম্পের এই ঘোষণার আগে ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানিয়েছিলেন, যে কোনো বাণিজ্যিক অংশীদার যদি অন্যায্য বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তবে তারাও কঠোর জবাব দেবে।

এর আগে ট্রাম্প প্রশাসন যখন ইইউর ওপর শুল্ক আরোপ করেছিল, তখন পাল্টা জবাবে ইইউ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শুল্ক বসায়। এগুলোর মধ্যে হার্লি-ডেভিডসন মোটরবাইক, বারবন ও কমলালেবুর রস অন্যতম ছিল। এবারও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাজ্যের ক্ষেত্রে নমনীয় অবস্থান

যুক্তরাজ্যের ক্ষেত্রে ট্রাম্প তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্য কিছুটা ব্যতিক্রম। তবে আমি মনে করি, এটি সমাধানযোগ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার খুব ভালো ব্যবহার করেছেন। আমরা একাধিক বৈঠক করেছি, বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে, আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে। দেখা যাক, আমরা বাজেট ভারসাম্য করতে পারি কি না।

কানাডা ও মেক্সিকোর প্রতিক্রিয়া

ট্রাম্প সম্প্রতি মেক্সিকো, কানাডা ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন, যার প্রতিক্রিয়ায় ওই দেশগুলোও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

কানাডার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার থেকে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। প্রাথমিকভাবে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলার (২০ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের পণ্য—যেমন তামাক, গৃহস্থালি সামগ্রী, আগ্নেয়াস্ত্র এবং সামরিক সরঞ্জাম—এই শুল্কের আওতায় আসবে।

কানাডা আরও ঘোষণা করেছে, আগামী ২১ দিনের মধ্যে তারা দ্বিতীয় ধাপে অতিরিক্ত ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (৮৬ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক বসাবে। এতে যাত্রীবাহী গাড়ি, ট্রাক, ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য, নির্দিষ্ট ফলমূল ও সবজি, গরুর মাংস, শুকরের মাংস ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, সমস্যার সমাধান শুল্ক আরোপের মাধ্যমে হয় না, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমে হয়। সার্বভৌমত্ব নিয়ে আপস করা যাবে না—সমন্বয় সম্ভব, কিন্তু অধীনতা নয়।

অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব

ট্রাম্প স্বীকার করেছেন, তার আরোপিত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের জনগণ স্বল্পমেয়াদে কিছুটা আর্থিক চাপের মুখে পড়তে পারেন। তবে তিনি দাবি করেছেন, দীর্ঘমেয়াদে এটি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে।

ট্রাম্পের এই ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে গেছে এবং মার্কিন ও ইউরোপীয় স্টক ফিউচারেও পতন দেখা গেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে: মির্জা ফখরুল ইসলাম

জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু

সিরাজগঞ্জের স্কুলে গিয়ে শিক্ষিকার ছেলের দ্বারা দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষিত

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু যত্ন কেন্দ্রের আচল স্কুলে পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেনীর এক স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ

হাটহাজারীতে পিতার বিকৃত লালসার শিকার ১০ বছরের মেয়ে, অভিযুক্ত কারাগারে

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে নিজের ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জয়নাল আবেদীন (৪০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি

নলছিটি পৌরসভা,প্রকল্পের অর্থ লুটপাটের সাথে গায়েব হয়ে গেছে ফাইলপত্রও

নাইম, লকাঠি প্রতিনিধিঃ ঢাকা মিউনিসিপালিটি প্রতিষ্ঠা করার পরপরই ১৮৬৫ সালের বৃটিশ শাসনামলে বানিজ্যিক গুরুত্বপূর্ণ নগরী হিসেবে দেশের দ্বিতীয় মিউনিসিপালিটি হিসেবে প্রতিষ্ঠা করা হয় নলছিটি মিউনিসিপালিটি

Scroll to Top