১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ১০০

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপিসহ ১০০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর মধ্যে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে জেলা পুলিশের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে ২১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে কাপাসিয়ায় ৩ জন, কালিগঞ্জে ৪ জন, শ্রীপুরে ৫ জন, কালিয়াকৈরে ৩ জন ও জয়দেবপুর থানা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের ২য় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪

ঝালকাঠিতে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে পিটিয়ে জখম

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল বখাটে। ঘটনাটি

গাইবান্ধার এলজিইডি প্রকৌশলীর প্রাইভেটকার থেকে ৩৬ লাখ টাকা জব্দ

গাইবান্ধা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ  ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার): দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ

Scroll to Top