২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

ইবিতে জুলাই পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ সভার আয়োজন করা হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আাস্ত্র মজলিসের আমির মাও. মুহাম্মাদ মামুনুল হক, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সুবক্তা আব্দুল হাই সাইফুল্লাহ, বাংলাদেশ খেলায়েত যুব মজলিসের যুগ্মমহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার সভাপতি সাহেদ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হুসাইন রাহাত, জমিয়তে তলাবায়ের সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বাংলাদেশ খেলায়েত যুব মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনেও বৈষম্য হয়ে থাকে, যেখানে আবু সাঈদ মুগ্ধের নাম যেভাবে উচ্চারিত হয় সেভাবে অন্যদের নাম উচ্চারণ হয় না। বৈষম্যমুক্ত সমাজ গড়তে মানব রচিত আমিন বা বন্দোবস্ত নয় বরং আল্লাহ প্রদত্ত রচিত বিধান বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেন, বিগত ১৬ বছর এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যেভাবে জুলুম অত্যাচার করেছে তাদেরকে ক্ষমা করে দেয়া হলে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবে না। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। সম্প্রতি আয়না ঘরের যে দৃশ্য মাননীয় উপদেষ্টা উন্মোচন করেছে সেই ঘরে আমরা আর ফিরে যেতে চাই না।

উল্লেখ্য: ১৬ বছরের জঞ্জাল একদিনে পরিবর্তন সম্ভব না। ইসলামিক ধারায় ধীরে ধীরে সব পরিবর্তন হবে বলে আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভাষা শহীদদের স্মরণে বাকৃবিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বাকৃবি প্রতিনিধি: বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালিত

এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মোহাইমিনুল হাসান: সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের কক্ষে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে মারধরের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুবিতে বিতর্ক প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহায়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “ভাষাদিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

Scroll to Top