২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান: বিপ্লবী ছাত্র পরিষদের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

জুলাই-আগস্টে গণহত্যা চলার সময়ে নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

আবদুল ওয়াহেদ বলেন, জুলাই-আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই-বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি চুপ করে ছিলেন। তিনি হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন, অথচ তিনি এখনো পদত্যাগ করেননি। জনগণ তাঁকে স্বীকৃতি দেয়নি। তাই আমরা দাবি জানাই, তিনি যেন একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যান।

সংগঠনটির আহ্বায়ক বলেন, ‘আমরা স্পষ্ট করে জানাতে চাই, জনগণ সাহাবুদ্দিনকে জনপরিসরে দেখতে চায় না। তাঁর উচিত বঙ্গভবনের চার দেয়ালের ভেতরে থেকেই জুলাইয়ে নিজের ভূমিকা পর্যালোচনা করা। ফ্যাসিবাদীদের পতনের পর নিজের টিকে থাকার অনর্থকতা অনুধাবন করা। আশা করছি তিনি বিদায়ের তাগিদ বুঝতে পারবেন।’

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের দুই নেতার অনশনের মধ্য দিয়ে এই গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। পরে বিপ্লবী ছাত্র পরিষদ এ কর্মসূচিতে যোগ দেয়। ১৬ ফেব্রুয়ারি শহীদ রানা তালুকদারের পরিবার কর্মসূচিতে সংহতি জানান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে জামায়াতে’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগরে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’  পালন করেন  বাংলাদেশ জামায়াতে

রাজশাহীতে বাসে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিবৃতি জানিয়েছেন “স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ” নামের একটি সামাজিক সংগঠন

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ রাজশাহীতে বাসে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ ও অন্য আরেকজন নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ধরনের জঘন্য অপরাধ এবং নৃশংসতা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি

অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের

Scroll to Top