জাহিদুল ইসলাম জাহিদঃ
জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত জৈন্তা দারুছ সুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আসন্ন দাখিল পরীক্ষায় অংশগ্রহন কারীদের জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমির মাওলানা গোলাম কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষক মাওলানা আবদুল খালিক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
শিক্ষক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাদ্রাসার এডহক কমিটির সদস্য শামীম আহমদ, যশপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী শফিকুল ইসলাম, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম, সাবেক সভাপতি সুলোমান আহমদ, প্রতিষ্ঠানের শিক্ষক মাস্টার রহমত আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং আসন্ন দাখিল পরীক্ষা উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান চৌধুরী