রাশেদুরাশেদুল ইসলাম ,সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা সরিষাবাড়ী থানা পোগলদিঘা ইউনিয়নে এসইএসডিপি উচ্চ বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে ২০/০২/২৫ ইং রোজ(বৃহস্পতিবার) ২০২৪ ইং এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
উক্তফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি,এনপি সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।বিশেষ অতিথি ছিলেন মোঃ আলহাজ্ব মামুন অর রশিদ ফকির (সভাপতি ২নং পোগলদিগা ইউপি),মোঃ আব্দুল মজিদ(আহ্বায়ক সরিষাবাড়ী উপজেলা কৃষক দল) মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু(সাধারন সম্পাদক ২নং পোগলদিগা ইউপি বিএনপি), মোঃহাফিজুর রহমান মিলন (সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল),মোহাম্মদ শামীম হোসেন মুন্না (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল),আরো উপস্থিত ছিলেন পোগলদিঘা মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শামীম মিয়া, শাহীনুর রহমান, মোঃ শরিফুল রহমান সহএলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা ছাত্র ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ হোসেন এরশাদ।খেলা পরিচালনা করেন মোহাম্মদ মনিরুল ইসলাম। ফাইনাল খেলায় জি আরসি ফুটবল একাদশ -০ বনাম মালিপাড়া ফুটবল একাদশ-২ গোলে বিজয়ী হয়। বিজয়ীদের পুরষ্কার বিতরণীর মাধ্যমে খেলা সমাপ্তি ঘোষণা করেন খেলার সভাপতি মোঃআশরাফ হোসেন এরশাদ।