২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

কোয়েটায় পুলিশ পোস্টে হামলা: দুই পুলিশ শহীদ, চার হামলাকারী নিহত

বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের কোয়েটার শাবান এলাকায় একটি পুলিশ পোস্টে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য শহীদ হন এবং চারজন হামলাকারী নিহত হন।

সরকারি কর্মকর্তাদের মতে, একটি সশস্ত্র গোষ্ঠী কোয়েটা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শাবান এলাকায় পুলিশ ও বন রক্ষীদের যৌথ পোস্টে আক্রমণ চালায়। হামলার পরপরই পুলিশ ও বন রক্ষীরা পাল্টা প্রতিক্রিয়া জানালে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।

শহীদ ও আহতদের পরিচয়

এই সংঘর্ষে দুইজন পুলিশ সদস্য শহীদ হন এবং দুইজন আহত হন, যাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন বন রক্ষী রয়েছেন।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ডনকে বলেন, “আমাদের দুইজন সদস্য শহীদ হয়েছেন।”

তিনি আরও জানান যে, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD) ও ফ্রন্টিয়ার কর্পস (FC) হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে।

চার হামলাকারী নিহত

কোয়েটার ডিআইজি আতিজাজ গোরায়া বলেন, “CTD-র পাল্টা অভিযানে চারজন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে।”

তিনি জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে অভিযান গভীর রাত পর্যন্ত চলেছে।

শহীদ দুই পুলিশ সদস্যের নাম শামসুল ইসলাম ও মুহাম্মদ রমজান বলে শনাক্ত করা হয়েছে।—

কামরানি রোডে শক্তিশালী বিস্ফোরণ

এদিকে, কোয়েটার শহরতলির সিকান্দারাবাদের কামরানি রোডে বৃহস্পতিবার গভীর রাতে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ডনকে জানান, “এক ব্যক্তি গোপন স্থানে বোমা পুঁততে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেটি আগেই বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে।”

বিস্ফোরণে নিহত ব্যক্তির মরদেহ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

অভিযানের অগ্রগতি

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাবান ও সিকান্দারাবাদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি

অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের

রাবিতে একুশে বইমেলা শুরু

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই

ঘোড়াঘাটে যুবলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জালুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Scroll to Top