মোহাইমিনুল হাসান :
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ এর দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্র কল্যাণের সদস্য বৃন্দ।
এ সময় ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির সোহাগ, সাধারণ সম্পাদক কাজী শরিফুল সরকার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী শরিফুল সরকার বলেন শহীদ মিনারে ফুল দেওয়া আমাদের বাঙালিদের জন্য একটি গর্বের ও আবেগের বিষয়। এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর প্রতীক।
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করি। ১৯৫২ সালে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যারা প্রাণ দিয়েছিলেন—সেই রফিক, সালাম, বরকত, জব্বারসহ অগণিত সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয় এই ফুল দেওয়ার মাধ্যমে।শহীদ মিনারে ফুল দেওয়া আমাদের জাতীয় চেতনার প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভাষার জন্য সংগ্রাম করেই আমরা আজ স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি। তাই আমাদের উচিত এই দিনটির মর্যাদা রক্ষা করা, ভাষার শুদ্ধ চর্চা করা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় করে রাখা।