২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ১৭ বছরের যুবকের

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্রুতগামী কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল আজিজ (১৭)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আজিজ সীতাকুণ্ডে একটি অয়েল কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

কর্মস্থানের তার সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কভার্ড ভ্যানটিকে আটক করে এবং চালককে ধরে ফেলে। এদিকে, স্থানীয়রা মহাসড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়ে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে।

এই অকাল মৃত্যুতে মোহাম্মদ আব্দুল আজিজের পরিবার ও আত্মীয় স্বজন্দের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সরকারকে দ্রুত আল্লাহ ও তাঁর রাসুল সা. এর শানে অবমাননা করীদের বিচার নিশ্চিত করার আহ্বান : স্টুডেন্ট অব বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্যে রাখাল রাহা উরফে সাজ্জাদুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আল্লাহ শানে কটুক্তি এবং কবি

বাকৃবিতে ক্যাট শো আয়োজন ও ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদান

বাকৃবি প্রতিনিধিঃ প্রফেসর’স পেট কেয়ারের উদ্যোগে ময়মনসিংহে বিড়াল প্রেমীদের জন্য ক্যাট শো ও ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদানের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিল্পাচার্য জয়নুল

ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি নিষিদ্ধ হউক, ছাত্র সংসদ চালু হউক

মোঃ শরীফ, সিলেট সরকারি কলেজঃ দেশে ছাত্র সংগঠন গুলোর কার্যক্রম সর্ব সাধারন দ্বারা পরিলক্ষিত। ছাত্র সংগঠন দ্বারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় হওয়ার কথা থাকলেও গত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজে বাঁধন ও রেড ক্রিসেন্টের ভিন্নধর্মী আয়োজন

মাহমুদুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট,

Scroll to Top