মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্রুতগামী কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল আজিজ (১৭)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আজিজ সীতাকুণ্ডে একটি অয়েল কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
কর্মস্থানের তার সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কভার্ড ভ্যানটিকে আটক করে এবং চালককে ধরে ফেলে। এদিকে, স্থানীয়রা মহাসড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়ে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে।
এই অকাল মৃত্যুতে মোহাম্মদ আব্দুল আজিজের পরিবার ও আত্মীয় স্বজন্দের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে